WELCOME

Pimp My Profile
I have THREE mes in me.One,what you think about me.Two,what I think about me.Three,what actually me i.e. I am.Last two mes of them are illustrated in this blog and the rest is in YOUR hand.
This blog is full of my emotions and memories.Moreover it is a way to share my feelings to all of you as I belive in GIVE and TAKE policy.You can also share your thoughts and fundas in this blog.
I hope you will have a nice visit in this blog and it can touch your heart and will inspire you to make such nice self-illustration.Sorry for any mistake and any kind of suggestions are humbly accepted.

THANK YOU.
Pimp My Profile

Sunday, March 20, 2011

যার তরে বসে ছিলাম পথ চেয়ে সে তো এলো আজ...


১৪ আমার জন্য LUCKY NUMBER প্রমানিত হলো...কারণ রিয়া আমার ব্লগে ১৪ নম্বর visitor |আজ প্রথম বারের মতো রিয়া আমার ব্লগ দেখল...নীল অঞ্জন যেন তার নয়ন খুঁজে পেল...আর আমি....আমি খুঁজে পেলাম আমার নীলান্জানাকে |বহুদিন বলার পর আজ তার মন চাইল বা বলা যায় সময় পেল সে আমার এই ব্লগ দেখার |আজ এই দিনটিও তাই আমার জন্য special |কারণ আমি থাকি না থাকি ,সে আমার থাকুক বা না থাকুক...আমার ব্লগে তার এই ছোয়া,তার এই আসার ছাপ চিরকাল চিরদিন থাকবে অক্ষয় কিরণে...

সত্যি কী তাই???


কখন কিভাবে ভালবাসা এতটা গভীর হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারিনি |বহুদিন বাদে খুঁজে পাওয়া এই ভালবাসার আনন্দে এতটাই আত্মহারা হয়ে গেছিলাম যে এই ভালবাসার শুরুটাই ভুলে গেছিলাম |
আজ রিয়া সেই কথাটাই মনে করিয়ে দিল | আমি হয়তো স্বার্থপরের মতো ভালবাসা পেতে গিয়ে রিয়ার সুখের কথাটা ভুলেই গেছিলাম |এখন বুঝতে পারছি আমি মেয়েটার জীবনটাই বরবাদ করে দিয়েছি | আসলে সে আমাকে accept করতে চাইছিলনা,শুধুমাত্র আমার অনুরোধে,শুধু আমাকে ভালবাসতেই এবং শুধু আমার জন্যই সে আমায় ভালবেসেছিল |
আমি কি করে এতটা স্বার্থপর হলাম?আমি কি করে রিয়ার প্রতি এই অন্যায় করলাম?

Saturday, March 19, 2011


আজ আমাদের সম্পর্কের প্রথম পূর্নিমা...এমনি করে যাতে সবসময় চাঁদের এল আমদের সম্পর্কতাকে আলোকিত করে রাখে...

Thursday, March 17, 2011

স্বপ্নের রাজকন্যা


আমার ভিতরে বাইরে ,অন্তরে অন্তরে
তুমি আছ সারা হৃদয় জুড়ে |
ঢেকে রাখে যেমনি কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবির চলা
আমার গানের সুরে |
পুষে রাখে যেমনি ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার নিরব পরশ
আমার কল্প নীলাম্বরে |
ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লেখো
দিও তোমার মালাখানি,
এই পথিকের মনটারে |
আমার মনের মরু সাহারায় তুমিতো সুখের বন্যা
তুমি অনন্যা | রিয়া,তুমি মোর স্বপ্নের রাজকন্যা |

আমি ভালো আছি


এখন আমি ভালো আছি |
আমি এমন একটি ঝিনুক খুঁজে পেয়েছি যাতে মুক্তো আছে |
আমি এমন একটি মানুষ খুঁজে পেয়েছি যার মন আছে |
আমার কল্পলোকের নীলাঞ্জনা বাস্তবে দিয়েছে ধরা...
সৃষ্টি সুখের উল্লাসে আজ হলাম আত্মহারা |
কান্নাকে আজ ইতিহাস করে হাসিতে উঠেছি মেতে,
রিয়ার মাঝে হারিয়েছি আমি নিজেকে খুঁজে পেতে |
তার জন্য স্বপ্ন দেখি,তার জন্যই বাঁচি...
তাই তো বলি এখন আমি অনেক ভালো আছি |

আমি তোমাকে ভালবাসি রিয়া...


তোমার আগুনে আমি দাবানল-
তোমার পরশে আমি ফাগুনের জল |
ভালবাসা বলতে তোমাকেই বুঝি,
শূন্যতার মাঝেও আমি তোমাকেই খুজি |
প্রবীরকে বুকে রেখে রিয়া রানী ঘুমায়...
প্রবীর তো ভালবাসে তাই গো তোমায়...

Tuesday, March 15, 2011

দুস্বপ্নে কেটে যাওয়া দিন...


জীবনে হাজার ঝড়ের মোকাবিলা করেছি,অনেকবার চার দেওয়ালের মাঝখানে একা একা কেঁদেছি ...কিন্তু এবার ছিল এক বেতিক্রমী অভিজ্ঞতা |
সকাল তখন প্রায় ৮ টা বাজে. আমি রীতিমত ঘুমে বিভোর...হঠাত মোবইলে চৈতালিদির ফোন এলো..আমি একবার কেটে দিলাম এই ভেবে যে পরে কথা বলব....দিদি আবার করলেন...এবার আমি রিসিভ করলাম.দিদি বলে উঠলেন গুড মর্নিং ...কিন্তু ওই কথাটা তে খানিকটা রহস্য ছিল...দিদি খুব রেগে রেগে কথা বলছিলেন আর বললেন ...'আগে mature হও,তারপর তোমরা সেটেল হওয়ার কথা চিন্তা কর'.| আমি ভাবলাম রিয়া বোধ হয় কিছু নালিশ করেছে তাই দিদি রেগে আছেন...আমি বললাম, দিদি রিয়া কিছু বলেছে?বললেন যে ...না ,রিয়ার সাথে কথা হয়নি এবং তোমার ও হয়তো বুধবারের আগে আর কথা হচ্ছেনা.আমি উদগ্রীব হয়ে বললাম ,কেন দিদি? দিদি বললেন...আজ সকাল ৫ টায় রিয়াকে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে...কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল.
রিয়ার সেই দিন মাইল্ড স্ট্রোক হয়েছিল. যার জন্য দায়ী ছিলাম আমি.কারণ সেইদিন মাঝ রাতে আমি রিয়াকে খুব কষ্ট দিয়েছিলাম....খুব বকাবকি করেছি...আমি যখন রেগে বলছিলাম যে আমি ফোন টা রাখছি সে আমায় কাতর সুরে বলছিল ,না..প্রবীর ফোনটা রাখবেনা,তুমি আমাকে একা করবেনা. ....প্লিজ প্রবীর ফোনটা রেখোনা...কিন্তু আমি অসুরের মতো নির্মম ছিলাম .রাগের বশে আমি আমার ভালোবাসাকেই চিনতে পারছিলাম না...তাকে আমি বলেছিলাম... আমাকে প্লিজ ইউজ করনা,আমার সাথে টাইম পাস করোনা...ঠিক এই কথাটা তে সে এতটা শকড হয়েছিল যে.....আমি রিয়াকে দেখতে চাইলেও আমাকে দেখতে দেওয়া হয়নি...দিদি বলেছিলেন যে এটাই আমার ভুলের শাস্তি.
সেই দিন কোনো আপনকে হারানোর ভয় অনুভব করেছিলাম...পৃথিবীটা ঐদিন কোনো অংশেই নরকের চেয়ে কম ছিলনা....বুকের মধ্যে একটা যন্ত্রনা হচ্ছিল,লেপটপে রাখা আমার সেই পুচকি সোনার ছবিটা যখনি দেখতাম চোখ দুটো ভরে আসত...চিত্কার করতাম কিন্তু শোনার মতো কেউ ছিলনা...চোখে ক্লান্তি কিন্তু ঘুম নেই,মন শ্রান্ত কিন্তু একটাই প্রশ্ন ...এ আমি কি করলাম???
জীবনে প্রথমবারের জন্য নিজের কাছে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল...সবাই বলছিল কিছু হবেনা,এমন হতেই পারে....কিন্তু আমি তো জানতাম যে এর জন্য একমাত্র দায়ী আমি..আমি জানতাম যে আমি যদি চাইতাম তবে আমার রিয়াকে এই অবস্থার সম্মুখীন হতে হতনা...
মন বার বার চঞ্চল হচ্ছিল এই ভেবে যে রিয়া আমাকে ডাকছে...রিয়া ঘুমিয়ে থাকলেও সে আমাকেই খুজছে,মনে মনে বলছিলাম যে তোর রিয়া তোর সাথে রাগ করে থাকতে পারবেনা,সে তোকে ছেড়ে কোথাও যেতে পারেনা. সে আসবে,সে আবার ফিরে তোর কাছেই আসবে..
আজ রিয়া সুস্থ হয়ে ফিরেছে,আমাকে আবার তার বুকে টেনে নিয়েছে...ভালবাসছে ,কিন্তু প্রশ্ন আমার প্রশ্নই রয়ে গেছে,আজও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি ...বোধ হয় না কোনদিন পারব...আজ যখন লোকে আমাকে খারাপ কিংবা অশুভ বলে আমি তার প্রতিবাদ করিনা...কারণ আমি জানি আমি অপরাধী ,আমি ভুল করেছি...তাই এর শাস্তি শিরোধার্য...

Monday, March 14, 2011

তুমি কেন বুঝনা ...তোমাকে ছাড়া আমি কতটা অসহায় !



১২ই মার্চ,২০১১ রাত ৩টা সম্ভবত ...আমার জীবনের এক অভিশপ্ত সময় . এই দিনে আমি আমার রিয়াকে হারানোর ভয়ে কাতর ছিলাম. আমি আমার রিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে যাচ্ছিলাম. যতক্ষণে আমার চেতনা হয়েছিল ততক্ষণে আমার রিয়া আমার সাথে অভিমান করে মরণকে সঙ্গী করতে যাচ্ছিল.
হয়ত শেষে সবার আদর ভালবাসাই তাকে যেতে দেয়নি.এই সেই কালিমালিপ্ত দিন যেদিন আমি সবচেয়ে অসহায় ছিলাম,নিজের প্রতি নিজের ঘেন্না হচ্ছিল,অন্তর্দহন হচ্ছিল,কিন্তু করার মতো আমার হাতে কিছুই ছিলনা.আমি রিয়াকে ভালবাসি সেই কথাটুকু বলতেও যেন আমার লজ্জা লাগছিল.
মন বলছিল যে আমার রিয়া আমাকে ছেড়ে যেতে পারেনা,সে আবার ফিরে আসবে,আমায় তার বুকে টেনে নেবে. কারণ আমি জানতাম আমার রিয়া কোনো সাধারণ মেয়ে নয়. আমি যতটা খারাপ,আমার রিয়া ঠিক ততটাই ভালো.
ঠিক যেন তাই ১৪ই মার্চ রাত ১টা ২ মিনিটে রিয়ার সাথে আবার আমি কথা বলি আর নিজের জীবন কে আমার নিজের মধ্যে ফিরে পাই.
আমায় ক্ষমা কারো রিয়া,আমি তোমাকে ভালবাসি,কিন্তু কেন জানি না ভালবাসতে পারিনি ...আমায় তুমি ক্ষমা কারো...

Sunday, March 13, 2011

তোমাকে খুজি রিয়া


২৬ এ ফেব্রুয়ারী...রিয়া আমাকে প্রথম বারের মতো ফোন করে...
২৭ এ ফেব্রুয়ারী ...আমি প্রথমবারের মতো রিয়ার সাথে কথা বলি...সেই দিন সে আমাকে বলেছিল যে সে ও আমাকে ভালবাসে...
২৮ এ ফেব্রুয়ারী আমাকে রিয়া প্রথম হা...ম্পি দেয়...
....................................
যত দিন যাচ্ছে এমন হাজার স্মৃতি মনের আঙ্গিনায় বাসা বাধছে...আমি রিয়ার সবকিছুকেই আমার জীবনের স্মৃতি করে রাখব কিন্তু রিয়াকে আমার জীবনসঙ্গিনী করতে চাই...স্মৃতি নয়...আমি তোমাকে ভালবাসি রিয়া...